¡Sorpréndeme!

সিটি মহল থাই চাইনিজে পচা বাসি ইফতার, তেলাপোকার বিচরণ | jagonews24.com

2021-06-15 0 Dailymotion

ঈদ আসলেই টিকিটপ্রাপ্তি থেকে শুরু করে বাড়ি পৌঁছা পর্যন্ত পদে পদে ভোগান্তি পোহাতে হয় ঘরমুখী মানুষদের। তবুও ঘরে ফেরাতেই যেন সব আনন্দ।

রাজধানীর যান্ত্রিক জীবনের সাময়িক বিরতি দিয়ে কর্মজীবী মানুষের সামনে আসে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়ার মুহূর্ত। আর সেই আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছে রাজধানীবাসী। ঈদ যাত্রার প্রথম দিনেই বেশিরভাগ ট্রেন-ই বিলম্বে ছেড়েছে। ফলে ভোগান্তি হলেও তা মেনেই ঘরে ফিরছেন মানুষ।

বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/national/news/503998